বরখাস্ত হলেন ইউনাইটেড কোচ টেন হাগ

|

ইংলিশ জায়ান্ট ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের কোচের পদ থেকে বরখাস্ত করা হয়েছে টেন হাগকে। সোমবার (২৮ অক্টোবর) এই ডাচ কোচকে ডেকে আনুষ্ঠানিকভাবে বরখাস্তের সিদ্ধান্তটি জানিয়ে দিয়েছে রেড ডেভিলরা। টেন হাগের অবর্তমানে অস্থায়ী প্রধান কোচের দায়িত্ব সামলাবেন গত মৌসুমে তার সহকারী হিসেবে যোগ দেয়া রুড ফন নিস্টলরয়।  

প্রায় আড়াই বছর রেড ডেভিলদের দায়িত্বে ছিলেন টেন হাগ। কিন্তু এই মৌসুমে তার অধীনে ক্লাবটির পারফরম্যান্স একেবারেই যাচ্ছেতাই হয়ে পড়েছিল। ওয়েস্টহ্যামের কাছে ২-১ গোলে হেরে প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের ১৪তম স্থানে নেমে গেছে ইউনাইটেড। আর ইউরোপা লিগের টেবিলে ৩৬ দলের মধ্যে তাদের অবস্থান ২১তম।

ক্লাবের বিবৃতিতে বলা হয়, এরিক টেন হাগ ম্যানচেস্টার ইউনাইটেডে ছেলেদের মূল দলের কোচের দায়িত্ব ছেড়েছেন। নিজের মেয়াদে যা কিছু করেছেন সেজন্য আমরা এরিকের কাছে কৃতজ্ঞ এবং তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। রুদ ফন নিস্টলরয় অন্তর্বর্তীকালীন প্রধান কোচের দায়িত্ব নেবেন। বর্তমান কোচিং দল তার সঙ্গে থাকবে এবং এই সময়ের মধ্যে স্থায়ী কোচ নিয়োগ দেয়া হবে।

উল্লেখ্য, টেন হাগের অধীনে দুটি ট্রফি জিতেছে ম্যানচেস্টার ইউনাইটেড। তার মেয়াদে একটি কারাবো কাপ ও একটি এফ এ কাপের শিরোপা জিতেছে রেড ডেভিলরা।

/এমএইচআর


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply