সিনিয়র করেসপনডেন্ট রংপু্র:
ছাত্র রাজনীতি বন্ধ এবং ছাত্র সংসদ নির্বাচন এর সিদ্ধান্ত নেয়ায় রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আনন্দ শোভাযাত্রা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সোমবার ( ২৮ অক্টোবর) রাত নয় টায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামন থেকে আনন্দ শোভাযাত্রাটি বের হয়।
এ সময় ব্যান্ড পার্টির তালে নেচে গিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন শিক্ষার্থীরা। আনন্দ শোভাযাত্রাটি চকবাজার এবং পার্কের মোড় হয়ে আবারো প্রধান ফটকের সামনে শেষ হয়।
শোভাযাত্রায় সমন্বয়করা বলেন, লেজুরবৃত্তির রাজনীতির বৃত্ত থেকে মুক্ত হলো রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। এখন দ্রুত গতিতে দিতে হবে ছাত্র সংসদ এবং হল সংসদ নির্বাচন। পাশাপাশি শহীদ আবু সাঈদ হত্যা মামলায় জড়িত শিক্ষক কর্মকর্তাকর্মচারী ও শিক্ষার্থীদের বিচারের মুখোমুখি করার দাবি জানান বক্তারা।
এর আগে, দুপুরে ১০৮ তম সিন্ডিকেট সভায় এই ক্যাম্পাসে ছাত্র রাজনীতি বন্ধ হল ও ছাত্র সংসদ নির্বাচন দেয়ার সিদ্ধান্তের কথা ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শওকত আলী। এ সময় আবু সাঈদ হত্যা মামলায় জড়িত শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের সামরিক বরখাস্ত, তাদের বিরুদ্ধে মামলা এবং ডক্টর তুহিন ওয়াদুদসহ তিন শিক্ষকের নিয়োগ জালিয়াতির বিষয়ে তদন্ত কমিটিও গঠন করা হয়।
/এএস
Leave a reply