ভাসানচরে যাচ্ছে আরও ৫ শতাধিক রোহিঙ্গা

|

কক্সবাজার করেসপনডেন্ট:

কক্সবাজারের উখিয়া-টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প থেকে আরও ৫ শতাধিক রোহিঙ্গা স্বেচ্ছায় নোয়াখালীর ভাসানচরে যাচ্ছে। সোমবার (২৮ অক্টোবর) রাতের যেকোনো সময়ে তারা বাসযোগে উখিয়া থেকে যাত্রা করবেন বলে জানিয়েছেন অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (এআরআরআরসি) মোহাম্মদ সামছু-দ্দৌজা।

তিনি জানান, উখিয়া ডিগ্রি কলেজ প্রাঙ্গণে স্বেচ্ছায় ভাসানচরে যেতে আগ্রহী রোহিঙ্গারা জড়ো হয়েছেন। তাদের সংখ্যা ৫শ’ থেকে ৬শ’ হতে পারে। রাতেই তারা উখিয়া থেকে চট্টগ্রামের পতেঙ্গায় যাবেন এবং ওখান থেকে নৌপথে ভাসানচরে পৌঁছাবেন।

শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনের তথ্য মতে, ভাসানচরে রোহিঙ্গাদের যাত্রা এটি ২৪তম। এর আগে, গত ১৪ ফেব্রুয়ারি ২৩ দফায় মোট ৩৩ হাজার ৫২৭ জন রোহিঙ্গা ভাসানচরে গেছেন।

উল্লেখ্য, ২০২০ সালের ৪ ডিসেম্বর প্রথমবারের মতো রোহিঙ্গাদের ভাসানচরে স্থানান্তর প্রক্রিয়া শুরু হয়।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply