সমতার মাঝে সিরিজি শেষ করার মিশনে আজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ টেস্টে মাঠে নামবে বাংলাদেশ। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচ শুরু সকাল ১০টায়। নাজমুল শান্তর অধিনায়কত্ব নিয়ে আলোচনার মাঝে টাইগারদের জয়ের লক্ষ্যের কথা জানিয়ে দিয়েছেন। সেজন্য ব্যাটারদের কাছে লম্বা জুটি চান এই স্পিনার। এই টেস্টে জাকের আলী অনিকের জায়গায় দলে যুক্ত হয়েছেন নাহিদুল ইসলাম অঙ্কন।
সবশেষ তিন টেস্টে অসহায় আত্মসমর্পণ করেছে বাংলাদেশ। সাথে মাঠের বাইরের সব ঘটনায় কিছুটা ছন্নছাড়া দল। অধিনায়ক হিসেবে দলের মধ্যে ‘ঐক্যের মালা’ যিনি গাথবেন সেই নাজমুল শান্তও দিয়ে রেখেছেন দায়িত্ব ছাড়ার প্রস্তাব। যার আনুষ্ঠানিক কোনো সমাধান ছাড়াই চট্টগ্রামে সিরিজে সমতা আনার মিশন টাইগারদের সামনে।
ম্যাচের আগের দিন সোমবার (২৮ অক্টোবর) ঐচ্ছিক অনুশীলনে ব্যস্ত সময় কাটিয়েছেন ব্যাটাররা। খালেদ ছাড়া বিশ্রামে ছিলেন বাকি পেসাররাও। ঢাকা টেস্টে এক পেসার পরিকল্পনা সফল হয়নি। চট্টগ্রামে দুই পেসার খেলানো হবে কিনা সেই নিশ্চয়তা না মিললেও ম্যাচ জয়ের আশা প্রকাশ করেছেন দলের হয়ে সংবাদ সম্মেলনে আসা তাইজুল ইসলাম।
ব্যাটাররা যেন রান করতে ভুলে গেছেন। বিশেষ করে টপ অর্ডারে। সেই শূন্যতা পূরণে চট্টগ্রামে বড় ইনিংস ও পার্টনারশিপের প্রত্যাশা তাইজুলের। ব্যক্তিগত সাফল্য নয়, টিম গেমে দৃশ্যপট পাল্টাতে চান তিনি।
বিপরীতে প্রথম টেস্ট জিতে বেশ ফুরফুরে মেজাজে দক্ষণ আফ্রিকা। ভারত নিউজিল্যান্ডের কাছে সিরিজ হারায় প্রোটিয়াদের সামনে সুযোগ এখন টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার। সেলক্ষ্যে চট্টগ্রামে পয়েন্ট হারাতে নারাজ দলটির অধিনায়ক এইডেন মার্করাম।
/এনকে
Leave a reply