যত দ্রুত সম্ভব সংস্কার শেষে সুষ্ঠু নির্বাচন চান নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। আজ মঙ্গলবার (২৯ অক্টোবর) রাজধানীর প্রেসক্লাবে বাংলাদেশ বেকার মুক্তি পরিষদ আয়োজিত আলোচনা সভায় যোগ দিয়ে তিনি এ দাবি জানান।
মান্না বলেন, এই সরকারের বেকারত্ব দূর করার কোনো এজেন্ডা নেই। নতুন যে সরকার আসবে, তারা বেকার মুক্তির লড়াই করবে। আবেগি হয়ে সংবিধান সংশোধন করা যাবে না বলেও মন্তব্য করেন তিনি।
সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম বলেন, বেকার সমস্যা সমাধানে বর্তমান সরকারকে সবকিছু ঢেলে সাজাতে হবে। দ্রুত কাজ করতে হবে। যে সংস্কারগুলো প্রয়োজন, সেগুলো দ্রুত করে নির্বাচন দিতে হবে।
খালেদা জিয়ার উপদেষ্টা আরও বলেন, নির্বাচিত সরকার চাকরির ব্যবস্থা করতে পারবে। বিএনপির চাওয়া, প্রতিটি জাতীয় নির্বাচন নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হতে হবে বলে জানান তিনি।
এর আগে, সোমবার (২৮ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মাহমুদুর রহমান মান্না বলেন, অন্তর্বর্তীকালীন সরকার গত ৮০ দিনে তিনটি ভালো কাজ করেছে। রেমিট্যান্সের সংকট নিরসনে কাজ করে দেশের অর্থনীতিকে ঘুরে দাঁড়ানোর ব্যবস্থা করেছে; তিন বিলিয়ন ডলারের মতো বাংলাদেশ ব্যাংকের ঋণ শোধ করতে পেরেছে এবং দুবাইতে যারা প্রতিবাদ করে আটক ছিলেন, তাদের মুক্ত করতে পেরেছে।
/এএম
Leave a reply