সিলেট-২ আসনে নৌকার প্রার্থীর দাবিতে সিলেট-ঢাকা মহাসড়ক দুইঘণ্টা অবরোধ করে রাখে বিশ্বনাথ ও ওসমানীনগর উপজেলার আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। আজ বিকেল সাড়ে ৪টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত এ অবরোধ চলে। এসময় অবরোধকারীরা নৌকা, নৌকা স্লোগান দেয়। অবরোধের কারণে যান চলাচল বন্ধ থাকে।
সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী গত দশম জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন পেয়েও মহাজোটের স্বার্থে জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব ইয়াহইয়া চৌধুরীকে সমর্থন দেন। এবার তার এই আসনটি পাওয়ার কথা ছিলো। কিন্তু এবারও জাতীয় পার্টির প্রার্থী ইয়াহিয়া চৌধুরীকে মনোনয়ন দেওয়ার গুঞ্জন শোনা যাচ্ছে।
নেতারা বলেন, টানা ১০ বছর একই আসনে দলের সংসদ সদস্য না থাকলে সাংগঠনিক অবস্থা নিঃশেষ হয়ে যাবে। তাই দলীয় সভানেত্রীকে এই আসনে শফিকুর রহমান চৌধুরীকে নৌকা প্রতীকে মনোনয়ন দেয়ার দাবি জানান তারা।
এদিকে, সড়ক অবরোধ থাকায় সড়কের দুই পাশে যানজটের সৃষ্টি হয়েছে। যানজটের কারণে যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন।
Leave a reply