ঝিনাইদহের ৪টি আসনে আওয়ামী লীগ মনোনয়ন পেলেন যারা

|

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের ৪ টি আসনে অবশেষে নৌকার টিকিট চুড়ান্ত করা হয়েছে। প্রধানমন্ত্রী ও দলের সভাপতি শেখ হাসিনা স্বাক্ষরিত দলের মনোনয়ন যারা পেলেন তারা হলেন ঝিনাইদহ-১ আসনে আব্দুল হাই, ঝিনাইদহ-২ আসনে তাহজিব আলম সিদ্দীকি, ঝিনাইদহ-৩ আসনে শফিকুল আজম খান চঞ্চল ও ঝিনাইদহ-৪ আসনে আনোয়ারুল আজিম আনার।

চারটি আসনের মধ্যে তিনটি আসনেই বর্তমান সংসদ সদস্য দলের টিকিট পেলেও কোটচাদপুর-মহেশপুর-৩ আসনে বর্তমান সংসদ সদস্য নবী নেওয়াজের পরিবর্তে সাবেক সংসদ সদস্য শফিকুল আজম খান চঞ্চল পেয়েছেন।

এ বিষয়ে জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আসাদুজ্জামান জানান, দলের সিদ্ধান্তই চুড়ান্ত । সে কারণে দল থেকে যাকে মনোনয়ন দেবেন তিনিই নৌকার প্রতীক পাবেন। আমরা নৌকার সাথেই ভোটযুদ্ধে অংশ নিবো। শুনেছি এ জেলার চারটি আসনে মনোনয়ন চুড়ান্ত হয়েছেন। তবে মনোনয়ন তাদের হাতেই তুলে দেওয়া হবে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply