পিচের গোলকধাঁধা আচরণ, বাকরুদ্ধ ফিল সিমন্স

|

চট্টগ্রাম টেস্টের প্রথম দিন শেষে ব্যাটিং সহায়ক পিচের আচরণে নিজেদের ব্যাটারদের জন্যও আশার বাণী শুনিয়েছিলেন জাতীয় দলের কোচ ফিল সিমন্স। কিন্তু টেস্টের দ্বিতীয় দিন শেষে মুছে গেছে সেই আনন্দ। ব্যাটারদের আসা-যাওয়ার মধ্যে চিন্তার ভাঁজ পড়েছে টাইগার বসের কপালে। কী ভেবেছিলেন, আর কী হয়ে গেল!

আগের দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে এসে সিমন্স বলেছিলেন, আমি হতাশ, এটা বলতে পারি না। এখানে চমৎকার ব্যাটিং উইকেট। মনে করি বোলাররা কঠোর পরিশ্রম করেছে এবং ভালো বোলিং করেছে। কিছু সুযোগ মিস হয়েছে। তবে অন্যরকম হতে পারত, চার বা পাঁচটি উইকেটও পেতে পারতাম। এটি একটি কঠিন দিন। সবমিলিয়ে একটা কঠিন দিন, তবে এটাকে হতাশার বলব না। ক্রিকেটে অনেক কিছুই ঘটে। আমরাও কাল চেষ্টা করব দ্রুত তাদের উইকেট নিতে।

এই পর্যন্ত ঠিক ছিল। চট্টগ্রামে দ্বিতীয় দিনের শেষ বিকেলে সফরকারীরা বিশাল স্কোর তুলে ইনিংস ঘোষণাও করে ফেলেছে। ফিল সিমন্স এবার নিজের ছেলেদের মোহনীয় ব্যাটিং দেখার জন্যই বসেছিলেন। কিন্তু দিনশেষে ৩৮ রানে ৪ উইকেট!

ফিল সিমন্স গালে হাত দিয়ে হয়ত ভাবছেন, এ আমি কোথায় এসে পড়লাম?

যে পিচে নিজেদের বোলাররা বেধড়ক পিটুনি খাচ্ছিল, সেই পিচেই ব্যাট করতে এসে খেই হারিয়ে ফেলল জয়-সাদমানরা। নিশ্চয় এমন কিছু দেখতে প্রস্তুত ছিলেন না এই ক্যারিবীয়ান কোচ।

/এমএইচআর


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply