নোয়াখালীর ৬টি আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন যারা

|

আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনীত প্রার্থীদের চিঠি দিয়েছে আওয়ামী লীগ। আজ সকাল সাড়ে ১০টা থেকে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে প্রার্থীদের চিঠি দেওয়া শুরু করেছে দলটি।

নোয়াখালীতে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেলেন নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের বর্তমান সংসদ সদস্য এইচ এম ইব্রাহীম, নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) আসনে বর্তমান সংসদ সদস্য আলহাজ্ব মোরশেদ আলম, নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনে বর্তমান সংসদ সদস্য, বেগমগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গ্লোব গ্রুপের চেয়ারম্যান মামুনুর রশিদ কিরন, নোয়াখালী-৪ (সদর-সুবর্নচর) আসনে বর্তমান সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী।

নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট-সদর আংশিক) আসনে বর্তমান সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে বর্তমান সংসদ সদস্য আয়েশা ফেরদাউস।

মনোনয়নের চিঠি পাওয়ার খবরে পুরো জেলার আওয়ামী লীগের দলীয় নেতাকর্মীদের মধ্যে আনন্দের আমেজ রয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply