ইউপিডিএফ’র ৩ কর্মী হত্যার প্রতিবাদে খাগড়াছড়িতে সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ

|

খাগড়াছড়ি করেসপনডেন্ট:

পানছড়িতে প্রতিপক্ষের গুলিতে ইউপিডিএফ প্রসীতপক্ষের তিন কর্মী নিহতের প্রতিবাদে খাগড়াছড়িতে সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ কর্মসূচি পালন করছে প্রসীত বিকাশ খীসা সমর্থিত পক্ষ। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকাল থেকেই সড়কে অবস্থান নেয় তারা।

এর আগে গতকাল বুধবার সকালে খাগড়াছড়ির পানছড়ির উপজেলার দূর্ম শান্তি রঞ্জন পাড়ায় প্রতিপক্ষের গুলিতে তিন ইউপিডিএফ কর্মী নিহত হন। 

নিহতরা হলেন– সিজন চাকমা, শাসন ত্রিপুরা ও জয়েন চাকমা।

এদিকে নিহত তিন ইউপিডিএফ কর্মীর মরদেহ একইদিন বিকেলে উদ্ধার করে সন্ধ্যা ৭টার দিকে ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে পাঠায় পুলিশ। এছাড়া চলমান অবরোধ ঘিরে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে তৎপর রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

/এমএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply