এবার বাসে চড়বে শুধু খেলোয়াড়, কর্মকর্তারা নয়

|

টানা দ্বিতীয়বারের মতো সাফ নারী চ্যাম্পিয়নশিপের শ্রেষ্ঠত্ব অর্জন করেছে বাংলাদেশ নারী ফুটবল দল। আজ বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুর ২টা ১৫ মিনিটে কাঠমান্ডু থেকে ঢাকায় এসে পৌঁছাবেন ঋতুপর্ণা-সাবিনারা।

বাঘিনীদের জমকালো সংবর্ধনা দিতে প্রস্তুত করা হয়েছে সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) একটি ছাদখোলা বাসের। বাসটিতে চ্যাম্পিয়ন ফুটবলারদের শহর প্রদক্ষিণ করানো হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কর্মকর্তারা।

বাফুফে সহসভাপতি ফাহাদ করিম এ প্রসঙ্গে বলেছেন, চ্যাম্পিয়ন দলকে সবাই যেভাবে ছাদখোলা বাসে সংবর্ধনা জানায়, আমরাও এর ব্যতিক্রম নয়। তবে শুধুমাত্র বাংলাদেশ নারী ফুটবল দলের খেলোয়াড় ও কোচিং স্টাফ বাসে উঠবে। অন্য কেউ বাসে উঠবে না। এটা বাফুফে সভাপতি তাবিথ আওয়ালের সরাসরি নির্দেশনা বলে জানান তিনি।

উল্লেখ্য, ২০২২ সালে প্রথমবারের মতো সাফ চ্যাম্পিয়নশিপ জিতে দেশে ফেরার পর ছাদখোলা বাসে করে বিমানবন্দর থেকে মতিঝিলের বাফুফে ভবনে ফিরেছিল বাংলাদেশ নারী ফুটবল দল। সানজিদা, মাসুরাদের স্বাগত জানিয়েছিল রাস্তার দুই ধারে দাঁড়ানো ফুটবলপ্রেমীরা।

বাফুফে সহসভাপতি ফাহাদ করিম

সেসময় খেলোয়াড়দের সঙ্গে ছাদখোলা বাসে দেখা গিয়েছিল বাফুফের চেনা-অচেনা কর্মকর্তাদের। এ নিয়ে তখন ব্যাপক সমালোচনার শিকার হয় বাফুফে। হাত থেকে বাঁচতে এবার যেন তাই আগে থেকেই সতর্ক ফেডারেশন।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply