‘গানওয়ালাদের গান’। নামটা অন্য কনসার্টের চেয়ে ব্যতিক্রম। কেন এমন নামকরণ? কারণ, এখানে শিল্পীদের সবাই গায়ক-গীতিকার-সুরকার। আর এই ব্যতিক্রমী আয়োজনটি করেছে শিল্পী জয় শাহরিয়ারের প্রতিষ্ঠান ‘আজব কারখানা’।
নিজের লিরিকে নিজেই সুর বেঁধে সেটি কণ্ঠের মোড়কে জড়িয়ে নেন গায়ক জয় শাহরিয়ার। তার অনেকদিনের পরিকল্পনা ছিল, দেশের সিঙ্গার-সং রাইটারদের দর্শকদের সামনে নিয়ে আসার। যেমন ভাবা তেমন কাজ। আগামী ২ নভেম্বর রাজধানীর কারওয়ান বাজারের ঢাকা ট্রেড সেন্টারে (দ্য অ্যাটেনশন নেটওয়ার্ক) অনুষ্ঠিতব্য সেই আয়োজনে গানের মঞ্চে ঝড় তুলতে দেখা যাবে সাত গায়ক-গীতিকার-সুরকারকে।
‘গানওয়ালাদের গান’ কনসার্টে জয়সহ আরও পারফর্ম করবেন সংগীতশিল্পী লিমন, আহমেদ হাসান সানি, সভ্যতা, শুভ্র, সুহৃদ স্বাগত ও ব্যান্ড ‘কাকতাল’। কনসার্ট শুরু হবে বিকেল সাড়ে ৪টায়; শেষ হবে রাত সাড়ে ৮টায়।
এ প্রসঙ্গে আজব কারখানার কর্ণধার জয় বলেন, আমাদের গানে সিঙ্গার-সং রাইটারদের বিচরণ অনেক আগে থেকেই। আর এই শিল্পীদের খুঁজে আমরা তাদের নাম দিয়েছি– গানওয়ালা।
![](https://jamuna.tv/wp-content/uploads/2024/10/image-71.png)
শিল্পীদের নিয়ে জয় আরও বলেন, গানওয়ালারা নিজেদের মতো করেই থাকেন। তাদের আলাদা দর্শন বা ভাবাদর্শ থাকে। আমিও নিজের গান নিজেই লিখি। তাই বিষয়টি অনুভব করতে পারি। আশা করছি, এই আয়োজনে আমরা সাতজন দর্শক-শ্রোতাদের একটি সুন্দর সময় উপহার দিতে পারব।
কনসার্টের টিকেট মূল্য ১ হাজার টাকা (প্লাটিনাম) এবং ৫শ’ টাকা (গোল্ড)। পাওয়া যাচ্ছে গেট সেট রক ওয়েবসাইটে।
/এএম
Leave a reply