৫১ মাসের বকেয়া বেতনের দাবিতে মানববন্ধন ও শান্তিপূর্ণ সমাবেশ করেছেন বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ডের শিক্ষকরা। আজ বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুরে রাজধানীর কারিগরি শিক্ষা বোর্ডের সামনে মানববন্ধন করেন তারা।
মানববন্ধনে দীর্ঘ সময় ধরে ৭৩৮ জন শিক্ষকের পাওনা বেতন পরিশোধ করার দাবি জানান শিক্ষকরা। পাশাপাশি রাজস্ব খাতে স্থানান্তর প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার দাবিও জানানো হয়।
এসময় শিক্ষকরা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে এ বিষয়ে হস্তক্ষেপের আহ্বান জানান। দাবি আদায়ে অনেকদিন ধরেই এই কর্মসূচি পালন করছেন কারিগরি শিক্ষকরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে বলেও হুঁশিয়ারি দেন তারা।
/এমএইচ
Leave a reply