ইরান-ইরাক সীমান্তে ৬ দশমিক ৩ মাত্রার জোরালো ভূমিকম্প আঘাত হেনেছে। রোববার রাতের এই দুর্যোগে এখন পর্যন্ত কারো মৃত্যুর খবর নিশ্চিত না হলেও আহত হয়েছে শতাধিক মানুষ।
মার্কিন ভূতাত্বিক জরিপ সংস্থা- ইউএসজিএস জানায়, কেরমানশাহ প্রদেশে অনুভূত হয় কম্পনটি। যার কেন্দ্রস্থল ছিলো ভূপৃষ্ঠের ৬৫ কিলোমিটার গভীরে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, সারপোল ই জাহাব এবং গিলান ই গার্ব শহরে কাজ করছে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের ৬টি উদ্ধারকারী দল। দুটি শহরেই ভেঙে পড়েছে শতাধিক ঘরবাড়ি ও স্থাপনা। আহত ১১৫ জনকে দেয়া হচ্ছে প্রাথমিক চিকিৎসা। ধারণা করা হচ্ছে, অনেকে ধ্বংসস্তুপের নিচে আটকা পড়েছেন। গেলো বছর, এ অঞ্চলেই ৭ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পে প্রাণ হারান ছয় শতাধিক মানুষ।
Leave a reply