মনের সব অন্ধকার দূর করার আলো, এই আলো মঙ্গলের আলো। যে আলো বিশ্বময় ছড়িয়ে দিবে, শুভ বার্তা। সব অন্ধকার দূর করবেন শক্তির দেবি কালী- এমন বিশ্বাস হিন্দু সম্প্রদায়ের মানুষের।
দীপাবলি মানেই আলোর উৎসব; দীপ মানে প্রদীপ আর অবলি মানে সারি। আলোর এই সারি ঘিরেই বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সন্ধ্যার পর থেকে রাত অবধি উৎসবে মাতোয়ারা হিন্দু সম্প্রদায়ের মানুষ। তাদের বিশ্বাস, সব অন্ধকার দূর করবেন শক্তির দেবি কালী।
বিজয়া দূর্গা চলে যাবার পরবর্তী অমাবস্যা কাটাতেই আলো জ্বালিয়ে দেবি কালিকে পূজা করা হয়। সন্ধ্যা থেকে শুরু করে ভোরের আলো ফোটা পর্যন্ত সনাতন ধর্মালম্বীরা মোমবাতি-প্রদীপ জালিয়ে উদযাপন করেন দীপাবলি।
রাজধানীর রমনা কালি মন্দিরসহ অনেক মন্দিরেই ছিল দীপাবলি উৎসবের আয়োজন। প্রদীপ জ্বালিয়ে সমাজের সব অন্ধকার দূর করার প্রার্থনা করেন। ভক্তদের প্রত্যাশা, দীপাবলির আলো সবার মনকে আলোকিত করে তুলবে।
মধ্য রাতে এবারের কালি পুজার লগ্ন। সে প্রার্থনায় থাকবে সব অন্যায় অনাচার দূর করে দীপাবলির আলোর মতো উজ্জল করবে মানুষের মনকে দেবি কালি।
/এটিএম
Leave a reply