স্পিকারের আর্থিক এবং প্রশাসনিক দায়িত্বে আসিফ নজরুল

|

জাতীয় সংসদের স্পিকারের অবর্তমানে তার প্রশাসনিক এবং আর্থিক দায়িত্ব পালন করবেন অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।

গতকাল বৃহস্পতিবার (৩১ অক্টোবর) তেজগাঁওয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে ‘জাতীয় সংসদ সচিবালয় অধ্যাদেশ-২০২৪’র খসড়া অনুমোদন দেয়া হয়েছে। রাষ্ট্রপতি অধ্যাদেশটি জারি করলে আইন উপদেষ্টা এ দায়িত্ব পালন করবেন।

ছাত্র-জনতার গণঅভুত্থানে শেখ হাসিনার পতনের পর, জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী পদত্যাগ করেন। এরপর থেকে স্পিকারের পদটি শূন্যেই রয়েছে। এ অবস্থায় বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে আইন উপদেষ্টাকে দায়িত্ব অর্পণের সিদ্ধান্ত হয়। পরে এক সংবাদ সম্মেলনেও বিষয়টি তুলে ধরেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

/এমএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply