অনেক দিন ধরে ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে স্কোয়াডে ছিলেন না এভিন লুইস। প্রায় তিন বছরেরও বেশি সময় পর মাঠে ফিরে যেন ঢেলে দিচ্ছেন শতভাগেরও বেশি। দলে এতোদিন না থাকার ঝাল মেটাচ্ছেন বিপক্ষের বোলারদের ওপর। গত সপ্তাহে পাল্লেকেলেতে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে খেলেন ৬১ বলে ১০২ রানের ঝোড়ো ইনিংস। এবার একই ধারা বজায় রাখলেন ইংল্যান্ডের বিপক্ষেও।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাতে অ্যান্টিগার ভিভ রিচার্ডস স্টেডিয়ামে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে সফরকারী ইংলিশদের একাই উড়িয়ে দিয়েছেন লুইস। খেলেছেন ৬৯ বলে ৯৪ রানের ঝোড়ো ইনিংস। যে ইনিংসে ছক্কা হাঁকিয়েছেন ৮টি, অথচ ইংল্যান্ডের পুরো ইনিংসেই ছক্কা মাত্র দুটি!
ম্যাচটিতে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ জয় পায় ৮ উইকেটের বড় ব্যবধানে। টস হেরে প্রথমে ব্যাট করে ইংল্যান্ড তোলে ২০৯ রান। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ পরিবর্তিত লক্ষ্যে পৌঁছে যায় ৫৫ বল হাতে রেখে।
বল হাতে শুরুতেই ইংলিশ বোলারদের ওপর চেপে বসেছিলো ক্যারিবীয়রা। গুড়াকেশ মোতির ঘূর্ণি আর পেস অ্যাটাকের দুর্দান্ত বোলিংয়ে ৪৫.১ ওভারেই ২০৯ রানে অলআউট ইংল্যান্ড। সর্বোচ্চ ৪৮ করেন ইংলিশ ব্যাটার লিয়াম লিভিংস্টোন। মোতি তুলে নেন মূল্যবান ৪টি উইকেট। ম্যাথ্যু ফোর্ড, জেইডেন সিলস ও আলজারি জোসেফ ২টি করে উইকেট নেন।
সহজ লক্ষ্য তাড়া করতে নামার আগেই বৃষ্টি। দীর্ঘক্ষণ বৃষ্টির কারণে ওয়েস্ট ইন্ডিজ ইনিংসের জন্য ওভার কমিয়ে আনা হয় ১৫টি। ৩৫ ওভারে ক্যারিবীয়দের সামনে টার্গেট দাঁড়ায় ১৫৭। ব্যাট করতে নেমে ব্রেন্ডন কিংকে সাথে নিয়ে রীতিমত ঝড় তোলেন এভিন লুইস। টি-টোয়েন্টি স্টাইলে খেলে ১৯.১ ওভারেই গড়ে ফেলেন ১১৮ রানের বিশাল জুটি। ৫৬ বলে ৩০ রান করে কিং আউট হলেও লুইস চালিয়ে যাচ্ছিলেন। কিন্তু শতরান থেকে মাত্র ৬ রান দূরে থাকতে দলীয় ১৪৪ রানের মাথায় প্যাভিলিয়নে ফেরেন এভিন লুইস। তার ইনিংসটি সাজানো ছিল ৫টি বাউন্ডারি ও ৮টি ছক্কায়।
শেষ মুহূর্তে ২০ বলে অপরাজিত ১৯ রান করে কেচি কার্টি এবং ১০ বলে অপরাজিত ৬ রান করে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন শেই হোপ। তখনও বল বাকি ছিল ৫৫টি।
সংক্ষিপ্ত স্কোর:
ইংল্যান্ড: ৪৫.১ ওভারে ২০৯ (লিভিংস্টোন ৪৮, কারেন ৩৭, বেথেল ২৭; মোতি ৪/৪১, সিলস ২/২২)।
ওয়েস্ট ইন্ডিজ: (লক্ষ্য ৩৫ ওভারে ১৫৭) ২৫.৫ ওভারে ১৫৭/২ (লুইস ৯৪, কিং ৩০; লিভিংস্টোন ১/৩২)।
ফল: ওয়েস্ট ইন্ডিজ ৮ উইকেটে জয়ী (ডিএল মেথডে)।
ম্যান অব দ্য ম্যাচ: গুড়াকেশ মোতি।
/এএম
Leave a reply