জাতীয় পতাকার ওপর গেরুয়া রঙের পতাকা উত্তোলনের ঘটনায় দায়ের করা মামলার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ করেছে সনাতন ধর্মাবলম্বীরা। শুক্রবার (১ নভেম্বর) বিকেলে নগরীর চেরাগী পাহাড় মোড় এলাকায় এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
এ সময় বিক্ষোভকারীরা বলেন, দেশে শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করতেই সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্রের বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে। অবিলম্বে এই মামলা প্রত্যাহার না করা হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন বিক্ষোভকারীরা।
প্রসঙ্গত, গত ২৫ অক্টোবর চট্টগ্রামের বন্দরনগরীর নিউমার্কেটে সনাতনী জাগরণ মঞ্চের সমাবেশে জাতীয় পতাকার ওপর গেরুয়া রঙের পতাকা টাঙানো হয়। পরে এ ঘটনায় ফিরোজ খান নামের এক ব্যক্তি কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন। মামলায় সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারীসহ ১৯ জনকে আসামি করা হয়।
এদিকে ঘটনার দিন সংবাদ সংগ্রহের সময় যমুনা টিভির রিপোর্টার ও ক্যামেরাপারসনকে লাঞ্চিত করা হয়।
/আরএইচ
Leave a reply