ভয়াবহ বন্যার কারণে লা লিগায় ভ্যালেন্সিয়ার বিপক্ষে রিয়াল মাদ্রিদের ম্যাচ স্থগিত

|

এই সপ্তাহে লা লিগায় ভ্যালেন্সিয়ার বিপক্ষে রিয়াল মাদ্রিদের অ্যাওয়ে ম্যাচ হবার কথা ছিল। তবে, ভয়াবহ বন্যার কারণে স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ) ম্যাচটি স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে। এর আগে, আকস্মিক বন্যার পরে রায়ো ভ্যালেকানোর বিপক্ষে ভিলারিয়ালের হোম ম্যাচটিও স্থগিত করা হয়েছিলো।

স্থানীয় সময় শনিবার (২ নভেম্বর) লা লিগা কর্তৃপক্ষ রয়াল স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ)-কে ভ্যালেন্সিয়া ও ভিয়ারিয়ালের মধ্যকার ম্যাচটি স্থগিত করতে বলেছে। সেই সাথে, ক্ষতিগ্রস্ত এলাকার দলগুলোকে ক্ষতিগ্রস্থদের সাহায্যের জন্য এগিয়ে আসার আহ্বান জানিয়েছে তারা।

গতকাল দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ইন্টিগ্রেটেড অপারেশনাল কো-অর্ডিনেশন সেন্টার (সিইসিওপি) জানায়, ভ্যালেন্সিয়াজুড়ে এ পর্যন্ত ২০৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং এই সংখ্যা আরও বাড়তে পারে। এছাড়া, কাস্টিলা লা মাঞ্চা অঞ্চলে দুজন এবং আন্দালুসিয়ায় আরও একজন মারা যাওয়ার খবর রয়েছে।

এছাড়াও বন্যায় কাস্টিলা লা মাঞ্চা অঞ্চলে দুজন এবং আন্দালুসিয়ায় আরও একজন মারা গেছেন। প্রাকৃতিক দুর্যোগটিতে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে ভ্যালেন্সিয়া অঞ্চলে। ভয়ঙ্কর জলোচ্ছ্বাসে এলাকাজুড়ে হয়েছে বিপুল ক্ষয়ক্ষতি। রাস্তায় থাকা গাড়িগুলো ভেঙে পড়েছে পরস্পরের ওপর।

বন্যার পানি কমে যাওয়ার পর ভ্যালেন্সিয়া জুড়ে হাজার হাজার মানুষ গণ পরিচ্ছন্নতায় অংশ নেয়। স্থানীয় বাসিন্দারা বালতি, বেলচা, ঝাড়ু, মপ এবং পানির বোতল নিয়ে ঘরবাড়ি পরিষ্কারে নেমে পড়েন।

উল্লেখ্য, গত পাঁচ দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যার কবলে পড়েছে ইউরোপের দেশ স্পেন। ভারী বৃষ্টিপাতের কারণে এখনও বিচ্ছিন্ন এলাকায় পৌঁছানোর জন্য লড়াই করছে দেশটির উদ্ধারকর্মীরা। 

/এআই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply