স্টাফ রিপোর্টার, জামালপুর
জামালপুর সদর-৫ আসনে নৌকার প্রার্থী পরিবর্তনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন করেছে মনোনয়ন বঞ্চিত রেজাউল করিম রেজনুর সমর্থকরা।
আজ সকালে কাফনের কাপড় পড়ে শহরের তমালতলা মোড়ে প্রধান সড়ক, জামালপুর-ময়মনসিংহ, জামালপুর-টাঙ্গাইল সড়ক অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন করে মনোনয়ন প্রত্যাশী জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রেজনুর সমর্থকরা। এসময় শহরের প্রধান সড়কসহ জামালপুর-ময়মনসিংহ ও জামালপুর-টাঙ্গাইল সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়।
বিক্ষোভ ও মানববন্ধনে বক্তারা জামালপুর সদর-৫ আসনে আওয়ামী লীগের ২ নেতাকে দেওয়া মনোনয়নের চিঠি বাতিল করে রেজউল করিম রেজনুকে দলীয় মনোনয়ন দেওয়ার দাবি জানায়। রেজনুকে মনোনয়ন না দেওয়া হলে আগামীতে সড়ক ও রেলপথ অবরোধের ঘোষণা দেয় তার সমর্থকরা। ঘণ্টাব্যাপী সড়ক অবরোধের পর পুলিশ গিয়ে রেজনু সমর্থকদের সরিয়ে দিয়ে যান চলাচল স্বাভাবিক করে।
Leave a reply