৮ দাবিতে ‘সংখ্যালঘু ঐক্যমোর্চার’ গণসমাবেশ

|

সংখ্যালঘুদের নিরাপত্তা, মন্ত্রণালয় গঠনসহ মোট ৮ দফা দাবিতে গণসমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে সংখ্যালঘু ঐক্যমোর্চা। শনিবার (২ নভেম্বর) বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে এই গণসমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তরা বলেন, দাবি নিয়ে সংখ্যালঘুরা বারবার সড়কে নামলেও তার বাস্তবায়ন হয়নি। তাই এবার প্রতিশ্রুতি নয় বাস্তবায়ন দেখতে চায় সংখ্যালঘু সম্প্রদায়। সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয় গঠন ও দুর্গাপূজায় ৫ দিন ছুটিসহ ৮ দফা দাবি পরিপূর্ণভাবে বাস্তবায়ন করতে হবে। অন্যথায় আরও বৃহত্তর কর্মসূচি দেয়া হবে।

তারা আরও বলেন, বিভিন্ন সময় সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার নিশ্চিত করতে হবে। সমাবেশ শেষে শহীদ মিনার থেকে একটি মিছিল নিয়ে শাহবাগ গিয়ে কর্মসূচি শেষ করে সংখ্যালঘু ঐক্যমোর্চা।

/আরএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply