Site icon Jamuna Television

আগামীতে সুষ্ঠু নির্বাচন হলেই বিএনপি ক্ষমতায় আসবে: তাসনিম খলিল

ফাইল ছবি

আগামীতে সুষ্ঠু নির্বাচন হলেই বিএনপি ক্ষমতায় আসবে বলে মন্তব্য করেছেন সাংবাদিক,মানবাধিকার কর্মী তাসনিম খলিল।

শনিবার (২ নভেম্বর) সন্ধ্যায় বাংলা একাডেমিতে শেখ হাসিনার শাসনামল নিয়ে রচিত বইয়ের মোড়ক উন্মোচনের আলোচনা সভায় একথা বলেন তিনি।

তার কথার যুক্তি হিসাবে তিনি বলেন, আওয়ামী লীগ সরকার নির্যাতন করেছে, অন্যদিকে বিএনপি মানুষের কাছে গেছে।

অনুষ্ঠানের আলোচক ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গীতিআরা নাসরিন বলেন, এখন আমরা দ্বিতীয় স্বাধীনতা ও মুক্তিযোদ্ধা বলছি তরুণদের। ২০১৩ সালের গণজাগরণ মঞ্চের তরুণদেরও বলা হত দ্বিতীয় প্রজন্মের মুক্তিযুদ্ধ।সমাজে এই আলোচনা নিয়ে সমাধাণ কোথায় এমনটা তার জানা নেই বলেও জানান গীতিআরা নাসরিন।

/এএস

Exit mobile version