কনজারভেটিভ পার্টির নতুন প্রধান কেমি ব্যাডেনক

|

যুক্তরাজ্যের কনজারভেটিভ পার্টির নতুন প্রধান হিসেবে নির্বাচিত হয়েছেন কৃষ্ণাঙ্গ নারী কেমি ব্যাডেনক। স্থানীয় সময় শনিবার (২ নভেম্বর) তিনি নির্বাচিত হন। নির্বাচিত হওয়ার মাধ্যমে কেমি ব্যাডেনক সাবেক প্রধানমন্ত্রী ঋষি সুনাকের স্থলাভিষিক্ত হলেন। এক প্রতিবেদনে সংবাদ সংস্থা এপি এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, ৪৪ বছর বয়সী কেমি ব্যাডেনক প্রথম কৃষ্ণাঙ্গ নারী, যিনি একটি প্রধান ব্রিটিশ রাজনৈতিক দলের প্রধান হলেন। নির্বাচিত হয়েই দলের প্রতিষ্ঠিত মূলনীতিতে ফিরে ভোটারদের আস্থা ফেরত আনার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

২০১৬ সালের মাঝামাঝি থেকে কনজারভেটিভদের পঞ্চম নেতা হলেন ব্যাডেনক। দলের ৫৩ হাজার ৮০৬ জন সদস্য তার পক্ষে ভোট দিয়েছেন। অন্যদিকে সাবেক অভিবাসনমন্ত্রী রবার্ট জেনরিকের পক্ষে ভোট পড়েছে ৪১ হাজার ৩৮৮টি।

২০২৯ সালের মধ্যে যুক্তরাজ্যে পরবর্তী নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। কনজারভেটিভ পার্টির কেউ কেউ সেই নির্বাচন জয় নিয়ে আবার ক্ষমতায় আসাব স্বপ্ন দেখছেন। তবে মধ্যপন্থী কনজারভেটিভরা বলছেন, ব্যাডেনকের অবস্থানের কারণে দলের মধ্যপন্থী অংশ এবং গত নির্বাচনে মধ্যপন্থী লিবারেল ডেমোক্র্যাটরা কিছু ভোটার নিয়ে যেতে পারে।

দায়িত্ব গ্রহণের পর ব্যাডেনক বলেন, যে দল আমাকে অনেক কিছু দিয়েছে তার নেতা হিসাবে নির্বাচিত হওয়া সবচেয়ে বড় সম্মান।

/এআই 


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply