মিয়ানমারের রাখাইনে দ্রুত সংঘাত বন্ধ করে রোহিঙ্গাদের নিজ নিজ গ্রামে ফিরিয়ে নেয়ার তাগিদ দিলেন জাতিসংঘের সাবেক মহাসচিব এবং রাখাইন কমিশনের প্রধান কফি আনান।
শুক্রবার নিরাপত্তা পরিষদের সাথে অনানুষ্ঠানিক বৈঠকে এ তাগিদ দেন তিনি। পরে সংবাদ সম্মেলনে কফি আনান বলেন, সংকটের মূল কারণ রোহিঙ্গাদের নাগরিকত্বের বিষয়টিরও সমাধান হতে হবে।
তিনি আরও বলেন, নিরাপদ পরিবেশ তৈরি হলেই কেবল রাখাইনে ফিরতে পারবে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গারা। রাখাইন কমিশনের প্রস্তাবিত সুপারিশগুলো বাস্তবায়িত না হলে আরো বড় বিপর্যয় নেমে আসতে পারে বলেও শঙ্কা প্রকাশ করেন কফি আনান।
এদিকে, জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর’র সর্বশেষ তথ্য অনুসারে, গত আগস্টে সহিংসতা শুরুর পর এখন পর্যন্ত বাংলাদেশে আশ্রয় নিয়েছে ৫ লাখ ৩৬ হাজারের বেশি রোহিঙ্গা উদ্বাস্তু।
Leave a reply