প্রকল্পের মাধ্যমে অর্থ লুটপাটের প্রমাণ পেয়েছে শ্বেতপত্র প্রণয়ন কমিটি। আর এতে উন্নয়ন প্রশাসন সহায়তা করেছে বলে জানিয়েছে শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ড. দেবপ্রিয় ভট্টাচার্য। রোববার (৩ নভেম্বর) সচিবদের সাথে মতবিনিময় শেষে এমন মন্তব্য করেন তিনি।
দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, অনিয়ম হয়েছে ঠিকাদার নিয়োগেও। মানা হয়নি, ই-প্রকিউরমেন্ট পদ্ধতিও। আমলে নেওয়া হয়নি, আইএমইডির সুপারিশও।
সভায় সচিবরা জানিয়েছেন তাদের রাজনৈতিকভাবে প্রভাবিত করা হয়েছে। সম্ভাব্যতা যাচাইয়ের সময় জোর করে প্রকল্পের ইতিবাচক প্রভাব দেখানো হয়। জনপ্রশাসনে সক্ষম, স্বাধীন ও যোগ্য কর্মকর্তাদের অগ্রাধিকার দেয়ার পরামর্শ দিয়েছে সচিবরা।
এসময় তিনি অভিযোগ করেন, গেল সরকারের সময়, আমলাতন্ত্রের পেশাদারিত্ব নষ্ট করে ফেলা হয়েছে। প্রকল্পের আগেই কেনা হয়েছে জমি। বিভিন্ন ব্যক্তিকে সুবিধা দিতে তাদের নির্ধারিত জায়গা দিয়ে রাস্তা নির্মাণ করা হয়েছে বলেও অভিযোগ করেন।
/এসআইএন
Leave a reply