চট্টগ্রামে আ. লীগ নেতা গ্রেফতার

|

চট্টগ্রাম ব্যুরো:

চট্টগ্রামের কর্ণফুলীতে ইউনিয়ন আওয়ামী লীগ নেতা কামাল আহমেদকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। রবিবার (৩ নভেম্বর) সন্ধ্যায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) উত্তর ও দক্ষিণ বিভাগের একটি দল তাকে গ্রেফতার করে।

কামাল আহমেদ চরপাথরঘাটা ইউনিয়নের খোয়াজনগর গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন। ছাত্রজীবন থেকে তিনি ছাত্রলীগ ও আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন সিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (এডিসি) কাজী মো. তারেক আজিজ।

সিএমপি সূত্রে জানা যায়, রবিবার সন্ধ্যায় গোয়েন্দা শাখার (ডিবি) উত্তর ও দক্ষিণ বিভাগের একটি দল অভিযান চালিয়ে তাকে আটক করে নগরীর কোতোয়ালি থানায় হস্তান্তর করে। পরবর্তীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় দায়ের করা একটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।

স্থানীয়রা বলেন, শেখ হাসিনার দেশত্যাগের পর দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন তিনি। রবিবার সন্ধ্যায় খোয়াজনগর গ্রামের একটি বহুতল ভবনের নিচে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।

সিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (এডিসি) কাজী মো. তারেক আজিজ বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে হামলার ঘটনায় দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

/এসআইএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply