রাজবাড়ী করেসপনডেন্ট:
রাজবাড়ী হয়ে চলাচলকারী ঢাকাগামী বেনাপোল ও সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের রুট পরিবর্তনের সিদ্ধান্ত প্রত্যাহার অথবা নতুন ট্রেনের নিশ্চয়তার দাবিতে মানববন্ধন করেছে স্থানীয়রা। সোমবার (৪ নভেম্বর) সকাল ১০টার দিকে রাজবাড়ী জেলার সর্বস্তরের জনগণের ব্যানারে স্টেশন প্লাটফর্মে দুই ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, রাজবাড়ীর ওপর দিয়ে চলাচলকারী দুই ট্রেন অন্য রুটে সরিয়ে নেয়ার ষড়যন্ত্র করা হচ্ছে। এই দুইটি ট্রেন উঠিয়ে নেয়ার আগে রাজবাড়ী রুটে নতুন ট্রেন দিতে হবে। অথবা বেনাপোল ও সুন্দরবন রাজবাড়ী রুট দিয়েই চলতে হবে। দাবি মেনে নেয়া না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তারা। এ সময় দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে বলেও জানান।
পরবর্তীতে মানববন্ধনকারীরা তাদের দাবি তুলে ধরে রাজবাড়ী জেলা প্রশাসক ও রেলওয়ে স্টেশন মাস্টারের মাধ্যমে রেল উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেন।
উল্লেখ্য, সামাজিক যোগাযোগ মাধ্যমে আগামী ১৫ নভেম্বর থেকে পদ্মা সেতু হয়ে রাজবাড়ীর ওপর দিয়ে চলাচলকারী ঢাকাগামী বেনাপোল ও সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের রুট পরিবর্তনের সিদ্ধান্ত প্রত্যাহার ও নতুন ট্রেনের দাবিতে ২ নভেম্বর রাত থেকে রাজবাড়ীতে ধারাবাহিকভাবে বিক্ষোভ শুরু হলেও এখনও এই ট্রেন প্রত্যাহারের আনুষ্ঠানিক কোনো চিঠি পাননি রাজবাড়ী রেলওয়ে স্টেশন কর্তৃপক্ষ।
/এসআইএন/এনকে
Leave a reply