ইভিএম ব্যবহার হবে যে ৬টি আসনে

|

আসন্ন একাদশতম জাতীয় সংসদ নির্বাচনে ৬টি আসনে ইভিএম ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। যে ৬টি আসনে ইভিএম ব্যবহার করা হবে সেগুলো হলো: ঢাকা-৬ ও ১৩, চট্টগ্রাম-৯, রংপুর-৩, খুলনা-২ এবং সাতক্ষীরা-২। আজ সন্ধ্যায় নির্বাচন কমিশন সচিবালয়ের সম্মেলন কক্ষে কম্পিউটার মাধ্যমে দৈবচয়ন পদ্ধতিতে আসনগুলো নির্ধারণ করা হয়।

ঢাকা-৬ আসনটি ওয়ারি, কোতোয়ালির একাংশ ও বংশালের একাংশ নিয়ে গঠিত। এই আসনে আওয়ামী লীগ ও বিএনপির এখনো কোনো প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি।

ঢাকা-১৩ আসনটি মোহাম্মদপুর-আদাবর নিয়ে গঠিত। এই আসনে নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে লড়বেন সাদেক খান। এখনো বিএনপির প্রার্থী ঘোষণা হয়নি।

চট্টগ্রাম-৯ আসনটি কোতোয়ালি এলাকা নিয়ে গঠিত। এই আসনে আওয়ামী লীগের প্রার্থী মহিবুল হাসান চৌধুরী নওফেল। বিএনপির প্রার্থীর নাম ঘোষণা হয়নি।

রংপুর-৩ আসনটি তারাগঞ্জ ও বদরগঞ্জ উপজেলা নিয়ে গঠিত। এই আসনে আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থী ঘোষণা করা হয়নি।

খুলনা-২ আসনটি খুলনা সদর ও সোনাডাঙ্গা এলাকা নিয়ে গঠিত। এই আসনে আওয়ামী লীগের প্রার্থী শেখ জুয়েল। বিএনপির প্রার্থী এখনো ঘোষণা করা হয়নি।

সাতক্ষীরা-২ আসনটি সাতক্ষীরা সদর উপজেলা নিয়ে গঠিত। এই আসনে আওয়ামী লীগের প্রার্থী মোস্তাক আহমেদ। বিএনপির প্রার্থী এখনো ঘোষণা করা হয়নি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply