যানজটে স্থবির ঢাকা

|

রাজধানীর বিভিন্ন এলাকায় যানজটের কারণে স্থবির হয়ে আছে রাস্তা। সোহরাওয়ার্দী উদ্যানে তাবলিগ জামাতের বিশ্ব ইজতেমার পূর্ব প্রস্তুতির ইসলামি মহাসম্মেলনে হাজার হাজার আলেম-ওলামারা ভিড় জমিয়েছেন। এর ফলে আশপাশের এলাকায় প্রচুর যানজট সৃষ্টি হয়েছে।

বিশেষ করে সকাল থেকে শাহবাগ, মৎস্য ভবন, কাকরাইল, পল্টন, বাংলামোটর, কারওয়ানবাজার ও ফার্মগেট এলাকায় ভয়াবহ যানজটের সৃষ্টি হয়েছে । আলেম-ওলামাদের এই জমায়েত ছড়িয়ে পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়ও। তাতে বিশ্ববিদ্যালয় এলাকায়ও যানজট সৃষ্টি হয়েছে। মহাসম্মেলনে আগতদের সড়ক দিয়ে হেঁটে যেতে দেখা যায়।

তীব্র যানজটের কারণে অফিসগামী ও ফেরত এবং বিশেষ করে জরুরি সেবা প্রয়োজন এমন রোগীরা বেশি ভোগান্তিতে পড়েছেন।

এদিকে, মহাখালী এলাকার আমতলীতে ছাত্র-ছাত্রীদের আন্দোলনের কারণে যানবাহন চলাচল বন্ধ করে দেয়া হয়। দুপুর সাড়ে ১২টা থেকে আমতলী ক্রসিংয়ে ইনকামিং ও আউটগোয়িং বন্ধ করে দিয়ে তিতুমীর কলেজকে পাবলিক বিশ্ববিদ্যালয় ঘোষণা করার দাবিতে সেখানে শিক্ষার্থীরা আন্দোলন করছেন।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply