পোশাক শিল্পের ওপর অতিমাত্রায় নির্ভরশীলতা দেশের অর্থনীতির জন্য হুমকি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। বললেন, গার্মেন্টসের পাশাপাশি আইটি খাতে উন্নয়ন করতে হবে।
মঙ্গলবার (৫ নভেম্বর) বিকেলে বনানীর এক হোটেলে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কন্টাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্য) এর নেতাদের সাথে বৈঠকে তিনি এ মন্তব্য করেন।
বিএনপির এ নেতা বলেন, আউটসোর্সিংয়ের জন্য তরুণ প্রজন্মকে আগ্রহী করা এবং বাধাবিপত্তি কমিয়ে আনতে হবে। তরুণ প্রজন্ম বাক্যের সাথে কাজ করে দেশের অর্থনৈতিক উন্নয়নে কাজ করছে। দেশের নতুন নতুন সম্ভাবনাময় খাতকে এগিয়ে নিয়ে যেতে হবে। শুধু গামেন্টর্স খাত নির্ভর হলে হবে না।
আমীর খসরু বলেন, অর্থায়ানের মাধ্যমে তরুণ প্রজন্মকে আগ্রহী করতে হবে। তাদের লেনদেনের সুবিধা দিতে হবে। দেশে সিরিয়াল লিভারেশন দরকার। বাধাবিপত্তি কমিয়ে আনতে বাক্যকে সহায়তা করতে হবে সরকারের।
/এসআইএন/এমএন
Leave a reply