ট্রাম্প ভোট দিচ্ছেন ফ্লোরিডায়

|

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দিতে মঙ্গলবার (৫ নভেম্বর) সকালে ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচ এলাকায় পৌঁছেছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। আর কিছুক্ষণের মধ্যে ফ্লোরিডার ভোটকেন্দ্রে গিয়ে সাবেক এই প্রেসিডেন্টের ভোট দেয়ার কথা রয়েছে।

স্থানীয় সময় মঙ্গলবার ভোর পাঁচটায় ভারমন্ট অঙ্গরাজ্যে ভোটগ্রহণ শুরু হয়েছে। যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলের এই অঙ্গরাজ্যটিতে সবার আগে ভোটগ্রহণ শুরু হয়েছে।

ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসের মাঝে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। ইতোমধ্যে দেশটির ৮ কোটি ২০ লাখের বেশি নাগরিক আগাম ভোট দিয়েছেন। এবারের নির্বাচনে যুক্তরাষ্ট্রে মোট ২৪ কোটি ৪০ লাখ নিবন্ধিত ভোটার রয়েছেন।

আগামী চার বছর যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ নীতিসহ বিশ্ব রাজনীতির মেরুকরণে কে প্রভাব বিস্তার করবে, এ নিয়ে বিশ্ববাসীর নজর এখন দেশটির নির্বাচনে।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply