খুলনায় ‘রাষ্ট্র মেরামতের’ ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ ছাত্রদলের

|

খুলনা ব্যুরো:

খুলনা মেডিকেল কলেজে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা সংবলিত লিফলেট বিতরণ করেছে ছাত্রদল। মঙ্গলবার (৫ নভেম্বর) সকালে সংগঠনটির কেন্দ্রীয় নেতারা খুলনা মেডিকেল কলেজ প্রাঙ্গণে সাধারণ শিক্ষার্থীদের মাঝে এই লিফলেট বিতরণ করেন।

দফাগুলোর মধ্যে রয়েছে, সম্প্রীতিমূলক সমন্বিত রাষ্ট্রসত্ত্বা প্রতিষ্ঠা, জাতীয় সমন্বয় কমিশন গঠন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পুনঃপ্রবর্তন, রাষ্ট্রীয় ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা, প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের সময়সীমা নির্ধারণ, আইনসভায় উচ্চকক্ষের প্রবর্তন, সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধন, নির্বাচন কমিশন ও নির্বাচন ব্যবস্থার সংস্কার, সংশ্লিষ্ট আইন ও বিধি সংশোধন, অর্থনৈতিক সংস্কার কমিশন গঠন, ধর্মীয় স্বাধীনতার নিশ্চয়তা প্রদান, মিডিয়া কমিশন গঠন, সর্বস্তরে আইনের শাসন এবং মানবাধিকার প্রতিষ্ঠা ইত্যাদি।

এ সময় ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হাবিবুল বাশার, যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদৎ হোসেন ও সোহেল রানাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হাবিবুল বাশার বলেন, ক্যাম্পাসে কোন ধরনের মিছিল, মিটিং ও সমাবেশ হবে না বলে ছাত্ররা জানিয়েছেন। ছাত্ররা নির্ভয়ে তাদের কাজগুলো করতে পারবে। ছাত্রদের কাজে কেউ বাধা দিলে আমরা প্রতিহত করবো। আমরা অংশগ্রহণমূলক গণতান্ত্রিক দেশ উপহার দিতে চাই। যেখানে সকলের সমান অধিকার থাকবে এবং কেউ কারো ওপর হস্তক্ষেপ করতে পারবে না।

/আরএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply