শেষ হয়েছে যুক্তরাষ্ট্রের নির্বাচনের ভোট গ্রহণ। এখন চলছে ভোট গণনা। প্রেসিডেন্ট নির্বাচনের এখন পর্যন্ত পাওয়া ফলাফলে ২৩০টি ইলেক্টোরাল কলেজ ভোট পেয়েছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। অপরদিকে ডেমোক্রেট প্রার্থী কমালা হ্যারিস পেয়েছেন ২০৫টি ইলেক্টোরাল কলেজ ভোট। সেই হিসেবে ম্যাজিক ফিগারে পৌঁছতে ট্রাম্পের ৪০টি ও কমালার ৬৫টি ইলেক্টোরাল কলেজ ভোট প্রয়োজন।
এদিকে, রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন দিতে প্রথমবারের মতো ভোট কেন্দ্রে গিয়ে নিজের ভোট দিলেন তার ছেলে ব্যারন ট্রাম্প। ভোটকেন্দ্রে ভোট দেয়ার সময় ব্যারনের ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করেছেন ট্রাম্প পত্নী মেলানিয়া ট্রাম্প। পোস্টে তিনি লিখেছেন, জীবনে প্রথমবারের মতো ভোট দিতে গেলো ব্যারন, তাও আবার প্রথম ভোটটি বাবার জন্য।
এদিকে দোদুল্যমান রাজ্য নর্থ ক্যারোলিনাতে জয় পেয়েছেন ডোনাল্ড ট্রাম্প। রাজ্যটির ১৬টি ইলেক্টোরাল কলেজ ভোট পেয়েছেন তিনি।এখন পর্যন্ত গণনাকৃত ভোটের ৫১ দশমিক ০৭ শতাংশ ট্রাম্প ও ৪৭ দশমিক ৫৪ শতাংশ কমালা পেয়েছেন।
প্রসঙ্গত, দোদুল্যমান সাতটি অঙ্গরাজ্য দেশটির প্রেসিডেন্ট নির্বাচনে জয়-পরাজয়ে বড় ভূমিকা রাখে। সেই রাজ্যগুলো হলো, উত্তর ক্যারোলিনা, জর্জিয়া, নেভাদা, পেনসিলভানিয়া, মিশিগান, উইসকনসিন ও অ্যারিজোনা। এই সাত রাজ্যে ইলেক্টোরাল ভোটের সংখ্যা ৯৩টি। তবে এবারের নির্বাচনে পেনসিলভানিয়া রাজ্যটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করা হচ্ছে।
উল্লেখ্য, মার্কিন নির্বাচনে মোট ৫৩৮টি ইলেক্টোরাল কলেজ ভোট রয়েছে। প্রেসিডেন্ট নির্বাচিত হতে হলে একজন প্রার্থীকে কমপক্ষে ২৭০টি ইলেক্টোরাল কলেজ ভোট পেতে হবে।
/এআই
Leave a reply