প্রাকৃতিক বনে আর কোনো সামাজিক বনায়ন নয়: পরিবেশ উপদেষ্টা

|

স্টাফ করেসপনডেন্ট, টাঙ্গাইল:

প্রাকৃতিক বনে আর কোনো সামাজিক বনায়ন হবে না বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বলেছেন, বনবিভাগের প্রাথমিক দায়িত্ব পয়সা বিতরণ করা নয়। তাদের দায়িত্ব হচ্ছে প্রাকৃতিক বনকে রক্ষা করা।

বুধবার (৬ নভেম্বর) দুপুরে টাঙ্গাইলে ব্যুরো বাংলাদেশ মিলনায়তনে আয়োজিত আন্তর্জাতিক পরিবেশ সম্মেলন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে উপস্থিত হওয়াদের উদ্দেশে বিদ্যুৎ অপচয় রোধে পরিবেশ উপদেষ্টা বলেন, আপনারা দেখতে পাচ্ছেন দিনের বেলায় সকল লাইট বন্ধ করে দিয়েছি। এই বিদ্যুৎ কোথা থেকে উৎপাদন হয়, কীভাবে হয় তা জানতে হবে। আমরা কেন দিনের বেলায় বিদ্যুৎ অপচয় করবো? প্রাকৃতিক আলো থাকার পরেও কেন দিনের বেলায় লাইট জ্বালিয়ে অনুষ্ঠান করবো।

তিনি আরও বলেন, ঢাকার বুড়িগঙ্গা নদী উদ্ধার করা যাচ্ছে না। নদীর নিচে তিন থেকে চার স্তরের পলিথিন পড়ে আছে। এ কারণে সেখানে ড্রেজিং করা সম্ভব হচ্ছে না। এজন্য পলিথিন ব্যবহার বন্ধে সকলের এগিয়ে আসার আহ্বান জানান সৈয়দা রিজওয়ানা হাসান।

ব্যুরো বাংলাদেশের এইচআরডি অ্যান্ড আইসিটি ডিরেক্টর অপারেশন্স ফাইন্যান্সিয়াল সার্ভিসেস ফারমিনা হোসেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এতে স্বাগত বক্তব্য রাখেন সবুজ পৃথিবীর নির্বাহী পরিচালক সহিদ মাহমুদ। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শরীফা হক, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক ড. শহীদুল হক ও রিভারাইন পিপলের মহাসচিব শেখ রোকনসহ অনেকে।

/এসআইএন/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply