শুরুতেই গুরবাজকে ফেরালেন তাসকিন

|

বাংলাদেশ–আফগানিস্তান প্রথম ওয়ানডে ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে আফগানিস্তান। তবে শুরুটা ভাল হতে দেননি তাসকিন আহমেদ। দ্বিতীয় ওভারে রহমানউল্লাহ গুরবাজকে ফেরালেন তিনি। ৭ বলে ৫ রান করে ফেরেন তিনি।

তাসকিনের বলে উইকেট থেকে বেরিয়ে ড্রাইভ খেলতে চেয়েছিলেন রহমানউল্লাহ গুরবাজ। তবে তাসকিনের ফুল লেংথের বল এজ হয়ে চলে যায় উইকেটকিপার মুশফিকুর রহিমের হাতে।

৬ ওভার শেষে ১ উইকেটে ২৯ রান তুলেছে আফগানিস্তান।

উল্লেখ্য, দুদলের ১৬বারের মুখোমুখি লড়াইয়ে অবশ্য এগিয়ে বাংলাদেশ। তাদের ১০ জয়ের বিপরীতে আফগানিস্তান জিতেছে ৬ ম্যাচে। যেখানে ঘরের মাঠে তিন সিরিজ খেলে আফগানদের হারিয়েছে দুটিতেই। তবে ২০২৩ সালে ২-১ ব্যবধানে হারতে হয়েছিলো টাইগারদের। এর আগে এই মাঠে ৬ ম্যাচ খেলে জয় নেই একটিতেও। এমনকি টি-২০ ম্যাচ খেলেও জয়ের স্বাদ পায়নি লাল-সবুজের প্রতিনিধিরা।

/এসআইএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply