মোস্তাফিজের পেসে কাঁপছে আফগানরা

|

বোলিংয়ে এসেই সফলতা পেয়েছেন মোস্তাফিজুর রহমান। তার বোলিংয়ে কাঁপছে আফগানিস্তান। নিজের প্রথম ওভারে রহমতকে ফেরানোর পর দ্বিতীয় ওভারে আরও দুটি উইকেট নিলেন মোস্তাফিজ। শিকার করেন একে একে সেদিকউল্লাহ আতাল ও আজমতউল্লাহ ওমরজাইকে।

টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়া আফগানিস্তানের শুরুটা ভাল হয়নি। তাসকিন আহমেদ ফেরান রহমানউল্লাহ গুরবাজকে।

১৫ ওভার শেষে ৪ উইকেটে ৫৭ রান তুলেছে আফগানিস্তান। হাসমতুল্লাহ শহিদি ২০ বলে ১২ রান ও গুলবদিন নাইব ২২ বলে ১৪ রানে অপারিজত রয়েছে।

উল্লেখ্য, দুদলের ১৬বারের মুখোমুখি লড়াইয়ে অবশ্য এগিয়ে বাংলাদেশ। তাদের ১০ জয়ের বিপরীতে আফগানিস্তান জিতেছে ৬ ম্যাচে। যেখানে ঘরের মাঠে তিন সিরিজ খেলে আফগানদের হারিয়েছে দুটিতেই। তবে ২০২৩ সালে ২-১ ব্যবধানে হারতে হয়েছিলো টাইগারদের। এর আগে এই মাঠে ৬ ম্যাচ খেলে জয় নেই একটিতেও। এমনকি টি-২০ ম্যাচ খেলেও জয়ের স্বাদ পায়নি লাল-সবুজের প্রতিনিধিরা।

/এসআইএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply