পাসপোর্ট অফিসে ভোগান্তি দূর করার দাবিতে রাজধানীতে প্রতিবাদী মানবন্ধন করেছে গণ অধিকার পরিষদ। বুধবার (৬ নভেম্বর) বিকেলে গণঅধিকার পরিষদ ঢাকা মহানগর উত্তরের আয়োজনে পাসপোর্ট অফিসের সামনে এই প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে অভিযোগ করা হয়, সাধারণ মানুষ এখনও পাসপোর্ট অফিসে ভোগান্তির শিকার হচ্ছে। যার বিপরীতে আসামিদের বাসায় গিয়ে তাদের পাসপোর্ট তৈরিতে সহায়তা করা হচ্ছে।
আওয়ামী লীগের দোসররা এখনও পাসপোর্ট অফিসে আছে বলেই এমনটা সম্ভব হচ্ছে বলে অভিযোগ করেন গণঅধিকার পরিষদ নেতারা। এমন ঘৃণ্য ঘটনায় জড়িত সকলকে চাকুরীচ্যুত করা এবং গত ১৫ বছর ধরে নিয়োগ পাওয়া আওয়ামী দোসরদের খুজে বের করার দাবি জানান তারা।
/এমএইচ
Leave a reply