উয়েফা চ্যাম্পিয়নস লিগে রাতে অনুষ্ঠিত হবে একাধিক ম্যাচ। বুধবার (৬ নভেম্বর) দিবাগত রাত ২টায় একসাথে মাঠে গড়াবে এবারের আসরের ৭টি ম্যাচ। আলাদা ম্যাচে মাঠে নামবে বার্সেলোনা, বায়ার্ন মিউনিখ ও পিএসজি। হাইভোল্টেজ ম্যাচ হিসেবে রয়েছে পিএসজি-অ্যাটলেটিকো মাদ্রিদ ও আর্সেনাল-ইন্টার মিলান ম্যাচ দুটি।
এছাড়া বেনফিকার প্রতিপক্ষ বায়ার্ন মিউনিখ, বার্সেলোনার প্রতিপক্ষ সার্বিয়ান ক্লাব রেড স্টার বেলগ্রেড ও আটলান্টার বিপক্ষে মাঠে নামবে স্টুটগার্ট।
উল্লেখ্য, লিগ পর্বের এবারের আসরে টেবিলের সেরা চারে রয়েছে লিভারপুল, স্পোর্টিং সি পি, মোনাকো ও বরুশিয়া ডর্টমুন্ড। টেবিলের সেরা ৮ দল যাবে পরের রাউন্ডে। পরবর্তী ১৬ দল খেলবে প্লে-অফ।
/এমএইচআর
Leave a reply