৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে রাজধানীতে র্যালি করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আগামীকাল (৮ নভেম্বর) বিকেল ৩টায় দলটির নয়াপল্টন কার্যালয় থেকে র্যালিটি শুরু হবে। যা শেষ হবে মানিক মিয়া অ্যাভিনিউতে।
আজ বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকেলে দলটির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এ তথ্য জানান।
র্যালিটি নয়াপল্টন থেকে শুরু করে নাইটিঙ্গেল মোড় হয়ে কাকরাইল – মৎস্য ভবন – শাহবাগ – বাংলামোটর – কারওয়ান বাজার – ফার্মগেট হয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে গিয়ে শেষ হবে।
ডা. জাহিদ হোসেন বলেন, আগামীকাল নয়াপল্টন থেকে মানিক মিয়া অ্যাভিনিউ পর্যন্ত সর্ববৃহৎ র্যালি হবে। এরপর সেখানে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কথা বলবেন। এ সময় তিনি সবাইকে র্যালিতে অংশ নেয়ার আহ্বান জানান।
/আরএইচ
Leave a reply