ট্রাম্প নির্বাচিত হওয়ার কয়েক ঘণ্টার মধ্যে জোট ভাঙলো জার্মান সরকারের

|

জার্মানির চ্যান্সেলর ওলাফ শলজ তার মন্ত্রিসভার অর্থমন্ত্রীকে পদচ্যুত করার পর বুধবার দেশটির ক্ষমতাসীন জোট সরকারের জোটে ভাঙন ধরেছে। এর ফলে আগাম নির্বাচনের পথ খুলে গেছে।

যুক্তরাষ্ট্রের নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হওয়ার কয়েক ঘণ্টার মধ্যে জার্মানিতে রাজনৈতিক ডামাডোল দেখা দেয়। এই ভাঙনের ফলে চ্যান্সেলর দ্বিতীয় বৃহত্তম পার্টি স্যোশাল ডেমোক্রেট এবং গ্রিনদের নিয়ে একটি ছোট সরকার গঠন করতে পারেন।

জার্মানি সামাজিক গণতন্ত্রী এসপিডি দলের নেতা ওলাফ শলজের নেতৃত্বে ২০২১ সালে জোট সরকার গঠন করেছিল ব্যবসাবান্ধব দল এফডিপি ও পরিবেশবান্ধব দল গ্রিন পার্টি।

অর্থনৈতিক সংস্কার নিয়ে কয়েক মাস ধরে এই তিন দলের নেতাদের মধ্যে মতানৈক্য চলছে। যার ফলে গত জুলাই মাসেও একবার এ সরকার ভেঙে যাওয়ার পরিস্থিতি তৈরি হয়েছিল। শেষ পর্যন্ত ভেঙেই গেল এই সরকার।

/এটিএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply