বাড়ির আঙ্গিনার পুকুরে ডুবে সহোদর শিশুর মৃত্যু

|

বাউফল (পটুয়াখালী) করেসপনডেন্ট:

পটুয়াখালীর বাউফলে পুকুরের পানিতে ডুবে দুই সহোদরের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৭ নভেম্বর) দুপুরে নাজিরপুর ইউনিয়নের রায় তাঁতেরকাঠী গ্রামের শিকদার বাড়ির পুকুরে এ দুর্ঘটনা ঘটে।

মৃত দুই শিশু হলো, ইমাম হোসেন (৬) ও আবু বককর (৪)। তার একই গ্রামের কৃষক কবির শিকদারের ছেলে। শিশু ইমাম হোসেন রায় তাঁতেরকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণিতে পড়তো। দুপুরে তারা পানিতে ডুবে যায়, পরে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে বাউফল থানার উপপরিদর্শক (এসআই) মোয়াজ্জেম হোসেন বলেন, নিহত দুই শিশুর বাবা তাদের নিয়ে পুকুরে পানি নিতে যায়। সন্তানদের পুকুরের ধারে রেখে একটি পানির কলস বাসায় রেখে দ্বিতীয় পানির কলস নিতে এসে সন্তানদের দেখতে পাচ্ছিলেন না। চারদিকে অনেক খোঁজাখুঁজি করার দীর্ঘসময় পরে তার ছোট ছেলে আবু বকরকে পুকুরে ভাসতে দেখেন। ছোট ছেলে উদ্ধারের পরে পুকুরে জাল টেনে তার বড় ছেলেকে উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শাম্মী আক্তার তরণ বলেন, ‘হাসপাতালে যখন শিশুদের আনা হয়েছে, তখন তারা মৃত ছিল। আমরা ক্লিনিক্যালি নিশ্চিত করার পরে ইসিজি করেছি। ইসিজিতেও ফ্ল্যাট লাইন আসার পরে আনুমানিক সোয়া দু’টার দিকে তাদেরকে মৃত ঘোষণা করা হয়।

/এনকে


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply