সিনিয়র করেসপনডেন্ট, মানিকগঞ্জ:
মানিকগঞ্জের সিংগাইরে নিখোঁজের দুই দিন পর রুবেল মিয়া (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার (৮ নভেম্বর) সকালে উপজেলার ফোর্ডনগর এলাকায় ধলেশ্বরী নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত রুবেল ধামরাইয়ের ফোর্ডনগর এলাকার ইদ্রিস মিয়ার ছেলে। দুই সন্তানের জনক রুবেল পেশায় একজন কৃষি শ্রমিক।
নিহতের স্ত্রী আঞ্জুয়ারা বেগম জানায়, গত ৬ নভেম্বর মধ্যরাতে একটি ফোনকল পেয়ে ঘর থেকে বাইরে চলে যান রুবেল মিয়া। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। অনেক খোঁজাখুঁজির পর তার সন্ধান না মেলায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান জানান, নিখোঁজের দুই দিন পর শুক্রবার সকালে ধলেশ্বরী নদীতে তার মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। রুবেলের স্ত্রী আঞ্জুয়ারা মরদেহ সনাক্ত করেন।
পুলিশ আরও জানায়, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
/এএম
Leave a reply