নির্বাচন নিয়ে নানা চক্রান্ত চলছে: জামায়াত সেক্রেটারি

|

চুয়াডাঙ্গা করেসপনডেন্ট:

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, আগামী জাতীয় নির্বাচন নিয়ে দেশে নতুন চক্রান্ত চলছে। রাজনীতিতে নানা খেলা চলছে। বলেন, অনেকে আওয়ামী অপশক্তির সাথে রং-রস আর আপসের কথা বলছেন, অথচ এখনও শহীদের মায়েদের চোখের পানি শুকায়নি, রক্ত শুকায়নি। রাজনৈতিক অঙ্গণে বিশ্বাস ঘাতকতার ধ্বনিও শোনা যাচ্ছে। শুক্রবার (৮ নভেম্বর) দুপুরে চুয়াডাঙ্গার দর্শনা অডিটেরিয়ামে আয়োজিত জেলা রুকন সম্মেলনে এসব কথা বলেন তিনি।

চক্রান্ত রুখে দিতে দেশপ্রেমিক জনগণ, সেনাবাহিনী এবং ছাত্র জনতাকে সজাগ থাকার আহ্বান জানিয়ে মিয়া গোলাম পরওয়ার বলেন, অন্তর্বর্তী সরকারকে দেশ গঠনে ও নতুন রাষ্ট্র বিনির্মাণে আমাদের সহযোগিতা করতে হবে। বর্তমান সরকারকে অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে। ফুলকোর্ট আদালত বসিয়ে, আনসারকাণ্ড ঘটিয়ে, সাম্প্রদায়িক হানাহানির অপচেষ্টা করে চক্রান্ত চালিয়ে যাচ্ছে ফ্যাসিবাদরা।

শেখ হাসিনার কড়া সমালোচনা করে বলেন, তিনি বাইরে বসে দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত আছে। নানা অডিও-ভিডিও দিয়ে অপপ্রচার করা হচ্ছে। কখনও বলা যাচ্ছে, যেকোনো সময় দেশে ঢুকে পড়বে, আবার কখনও বলছে, ডিসেম্বরের মধ্যে কাজ সারতে হবে।

জামায়ত সেক্রেটারি বলেন, নারকীয় তাণ্ডব চালানো নিষ্ঠুর বর্বর খুনি শাসককে দেশের মানুষ আর ক্ষমতায় বসতে দেবে না। তাদের রাজনীতি আর নির্বাচনে আসার নৈতিক অধিকার নেই। আওয়ামী লীগ শুধু ফ্যাসিস্টই নয়, স্যাডিস্ট। হাসিনা যে অপরাধ করেছে তা শুধু ফ্যাসিস্ট বললে হবে না, তিনি স্যাডিস্টও। কারণ, তিনি মানুষের দুঃখ, কষ্ট, বেদনা, খুন, গুম উপভোগ করতেন।

/এনকে


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply