মানিকগঞ্জের সিংগাইরে স্কুল ছাত্র জহিরুল ইসলামকে ৬ টুকরো করে হত্যা ও লাশ গুমের ঘটনায় দায়ের করা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড এবং ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে জেলা ও দায়রা জজ শহিদুল আলম ঝিনুক এই রায় প্রদান করেন।
ফাঁসির দণ্ডপ্রাপ্তরা- রাকি্ুবুল, সুলতান, সোহেল ও রাকিব। আর যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা- রুবেল, সজিব ও আকিবুল। এসময় শরিফুল ইসলাম নামে এক আসামিকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্তদের মধ্যে সুলতান ও সজিব পলাতক রয়েছে।
২০১৪ সালের ১৪ সেপ্টেম্বর সিংগাইর উপজেলার খাসের চর গ্রামের খোকন মিয়ার স্কুল পড়ুয়া ছেলে জহিরুল ইসলামকে বাড়ি থেকে ডেকে নিয়ে আসামিরা ৬ টুকরো করে হত্যার পর লাশ গুম করে ফেলে। ঘটনার তিনদিন পর উপজেলার বাস্তা এলাকা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
Leave a reply