নেদারল্যান্ডের আমস্টারডামে ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীদের সঙ্গে ইসরায়েলি ফুটবল সমর্থকদের সংঘর্ষ হয়েছে। ইউরোপা লিগের অংশ হিসেবে ইসরায়েলি ফুটবল ক্লাব ম্যাকাবি তেল আবিব ও আয়াক্সের মধ্যকার খেলার সময় এ ঘটনা ঘটে। শুক্রবার (৮ নভেম্বর) এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় বৃহস্পতিবার (৭ নভেম্বর) রাতে ইয়োহান ক্রুইফ অ্যারেনা এলাকার আয়াক্স আমস্টারডামের হোম স্টেডিয়ামের বাইরে এ সংঘর্ষ হয়। এমন বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যেও ৫-০ গোলে ম্যাচ জিতে নেয় আয়াক্স।
কয়েকদিন ধরে চলা উত্তেজনার জেরে এই সংঘর্ষ হয়েছে। খেলার সময় ম্যাকাবি তেল আবিবের শত শত সমর্থক আমস্টারডামে এসেছিল। ঘটনার আগে স্টেডিয়াম এলাকায় সমাবেশ করেছিল ফিলিস্তিনি সমর্থকরা।
সংঘর্ষের পর বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে আশপাশের এলাকায়। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় ৬২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এ ঘটনার পর ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সংঘর্ষের সময় ১০ ইসরায়েলি আহত এবং দুজন ‘নিখোঁজ’ রয়েছেন। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে, ইসরায়েলি নাগরিকদের ফিরিয়ে আনতে বিমান পাঠানো হবে।
/এআই
Leave a reply