ট্রাম্প-জেলেনস্কি ফোনালাপের মাঝে ছিলেন মাস্ক!

|

ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কির সাথে ফোনালাপ করেছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এসময় তাদের সাথে যুক্ত ছিলেন ধনকুবের ইলন মাস্কও।

সংবাদ মাধ্যম অ্যাক্সিওস’র বরাতে সিএনএন এ তথ্য নিশ্চিত করেছে।

জানানো হয়, দু’জনের মধ্যে প্রায় সাত মিনিট নানা বিষয়ে কথা হয়। জেলেনস্কি নবনির্বাচিত প্রেসিডেন্টকে ধন্যবাদ জানান। এছাড়া তিনি রাশিয়ার সাথে চলমান যুদ্ধে ইউক্রেনকে স্টারলিঙ্কের সেবা দেয়ায় মাস্ককে ধন্যবাদ জানান।

আলোচনায় ইলন মাস্ক ইউক্রেনের প্রেসিডেন্টকে বলেন, তিনি স্টারলিংক স্যাটেলাইটের মাধ্যমে কিয়েভের প্রতি সহযোগিতা ও সমর্থন অব্যাহত রাখবেন।

এরআগে জেলেনস্কি এক্স-এ (সাবেক টুইটার) অভিনন্দন জানিয়েছিলেন ট্রাম্পকে। তিনি বলেন, ল্যান্ডস্লাইড (নিরঙ্কুষ) জয়ের জন্য অভিনন্দন। আশা করি, আমরা পরষ্পরের প্রতি সৌহার্দ্যপূর্ণ আচরণ বজায় রাখবো। ভবিষ্যতে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় যুক্তরাষ্ট্র আরও বড় ভূমিকা রাখবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

/এমএমএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply