রাজধানীর হানিফ ফ্লাইওভারে চলন্ত একটি আলুবোঝাই ট্রাকে হঠাৎ আগুন লাগার ঘটনা ঘটেছে। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
গতকাল শনিবার দিবাগত রাত ২টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের দুটি ইউনিট।
ফায়ার সার্ভিস থেকে আরও জানায়, আলুবোঝাই ট্রাকটি যাত্রাবাড়ীর হানিফ ফ্লাইওভারে ওঠার সময়; ইঞ্জিন ওভারহিট হয়ে যায়। সেখান থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত। ট্রাকে, পণ্যের ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৭ লাখ টাকা।
তবে, ওই ট্রাকে কীভাবে আগুন লেগেছে তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
/এআই
Leave a reply