অন্তবর্তী সরকারের বৈধতা হচ্ছে গণঅভ্যুত্থান। এটিকে আইনি বৈধতা দিতে অধ্যাদেশ করা হচ্ছে বলে জানিয়েছেন শ্রম উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া। তিনি বলেন, কমিশনগুলোর প্রস্তাবনার ভিত্তিতেই সংস্কার করা হবে। রোববার (১০ নভেম্বর) রাজধানীর সচিবালয়ে গার্মেন্টসসহ শিল্প কারখানায় ১৮ দফা নিয়ে বৈঠক শেষে এ কথা বলেন তিনি।
শ্রম উপদেষ্টা বলেন, গার্মেন্টস ও শিল্প কারখানার সকল সমস্যা আমলে নিয়েছে সরকার। উবয় পক্ষের স্বার্থ রক্ষা করেই কাজ করা হচ্ছে। কিছু কোম্পানি প্রতিশ্রুতি দিয়েও তা পূরণ করছে না। ফলে শ্রমিকরা রাস্তায় নামছে। এরইমধ্যে অনেক গার্মেন্টস মালিককে আটক ও বিদেশে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। আবার অনেক মালিককে পাওয়া যাচ্ছে না।
বিজিএমইএ’র অধীন দুই হাজার ১২৩টি কারখানার বকেয়া মজুরী দেয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, দেউলিয়া হওয়া প্রতিষ্ঠানগুলোর বেতনের সমস্যা ছিল। এরকম বহু প্রতিষ্ঠানের বকেয়া মজুরী দেয়ার ব্যবস্থা করা হয়েছে। এখনও ১৭টি কারখানার মজুরী বকেয়া রয়েছে। আগে শ্রমিকরা মাঠে নামলে হামলা করে উঠিয়ে দেয়া হতো। কিন্তু এখন সেটা হচ্ছে না।
তিনি আরও বলেন, পরিস্থিতি অশান্ত করার পেছনে ইন্ধনদাতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে। এখনও ঘোষণা দিয়ে ষড়যন্ত্র হচ্ছে। তবে কোনো শ্রমিক তাদের আহ্বানে সাড়া দেয়নি বলেও জানান তিনি।
/আরএইচ
Leave a reply