Site icon Jamuna Television

সংবিধানের পঞ্চদশ সংশোধনীর বৈধতা নিয়ে রুলের পরবর্তী শুনানি বুধবার

ফাইল ছবি

তত্ত্বাবধায়ক সরকার বিলোপ করে সংবিধানের পঞ্চদশ সংশোধনীর বৈধতা নিয়ে হাইকোর্টের দেয়া রুলের পরবর্তী শুনানির দিন নির্ধারণ করেছেন হাইকোর্ট। আগামী বুধবার এই শুনানি অনুষ্ঠিত হবে।

রোববার (১০ নভেম্বর) বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ শুনানি শেষে এই দিন ধার্য করেন। চতুর্থ দিনের শুনানি করেন জামায়াতের আইনজীবী শিশির মুনীর।

শুনানিতে তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দেয়া রায়ের রিভিউ আপিল বিভাগে নিষ্পত্তির অপেক্ষায় আছে। সেটি নিষ্পত্তির আগে পঞ্চদশ সংশোধনী বাতিলের শুনানি করা আইনসম্মত হবে না। পরে হাইকোর্ট পরবর্তী শুনানির জন্য বুধবারের দিন ঠিক করে দেন।

/এনকে

Exit mobile version