রংপুর ব্যুরো:
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় রংপুরে পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের গুলিতে শহিদ সবজি বিক্রেতা সাজ্জাদ, পলিটেকনিক শিক্ষার্থী আব্দুল্লাহ আল তাহের, ফল বিক্রেতা মিরাজুল ইসলাম এবং স্বর্ণ শ্রমিক মুসলিম উদ্দিন মিলন হত্যা মামলা তদন্ত করার জন্য সিআইডিকে নির্দেশ দিয়েছে পুলিশ হেডকোয়ার্টার্স।
রংপুর মহানগর পুলিশ সূত্র জানায়, আন্দোলনের সময় ১৯ জুলাই রংপুর সিটি বাজার ও রাজা রামমোহন এলাকায় গুলিবিদ্ধ হয়ে মারা যান সবজি বিক্রেতা সাজ্জাদ হোসেন, পলিটেকনিক শিক্ষার্থী আব্দুল্লাহ আল তাহির, ফল বিক্রেতা মিরাজুল ইসলাম এবং স্বর্ণ শ্রমিক মুসলিম উদ্দিন মিলন।
গত ৩০ অক্টোবর পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত ডিআইজি (ক্রাইম) রেবেকা সুলতানা স্বাক্ষরিত পত্রের মাধ্যমে রংপুর মহানগর পুলিশ কমিশনারকে এসব মামলা সিআইডিতে হস্তান্তরের নির্দেশ দেন। এই প্রেক্ষিতে গত ৪ অক্টোবর কোতয়ালী থানায় এ বিষয়ে উদ্যোগ নেয়ার চিঠি দেন মহানগর পুলিশ কমিশনার। সেই চিঠি গত ৬ অক্টোবর থানায় আসার পর মামলার নথিপত্র সিআইডিতে হস্তান্তরের কাজ চলছে।
রংপুর মহানগর কোতয়ালী থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান জানান, আমরা ৬ অক্টোবর চিঠি পেয়েছি। খুব শীঘ্রই আনুষ্ঠানিকভাবে সিআইডির কাছে হস্তান্তর করা হবে।
সিআইডি রংপুর জোনের পুলিশ সুপার (ভারপ্রাপ্ত) আতাইর রহমান জানান, হেডকোয়ার্টার্সের চিঠি পেয়েছি। সে অনুযায়ী আমরা প্রস্তুত। ২-৩ দিনের মধ্যে মামলার সব ধরনের নথিপত্র হাতে পাওয়া যাবে। পাওয়া মাত্রই তদন্ত কর্মকর্তা নিয়োগ করে আমরা কাজ শুরু করবো। পাশাপাশি চলবে গ্রেফতার অভিযান।
রংপুর মহানগর পুলিশ কমিশনার মো. মজিদ আলী জানান, গুরুত্বপূর্ণ এসব মামলার আসামিদের গ্রেফতার এবং তদন্ত দ্রুত করতে হেড কোয়ার্টার্স এই তদন্তের উদ্যোগ নিয়েছে। যেহেতু এসব মামলার অনেক আসামিই মহানগর এলাকার বাইরের। সে কারণে বিশেষায়িত সংস্থাকে দিয়ে তদন্ত ও এবং গ্রেফতার কার্যক্রম বেশি কার্যকর হয়। সিআইডিকে সব ধরনের সহযোগিতা করার কথাও জানান তিনি।
উল্লেখ্য। বৈষম্য বিরোধী আন্দোলনের সময় গত ১৬ জুলাই পুলিশের গুলিতে নিহত রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের হত্যা মামলাটিও তদন্ত করছে পিবিআই।
এ পর্যন্ত রংপুরে বৈষম্য বিরোধী আন্দোলনে শহিদ ৬টি হত্যা মামলাসহ ১১টি মামলায় ২২ জনকে গ্রেফতার করা হয়েছে। বিভিন্ন মেয়াদে রিমান্ডেও নেয়া হয়েছে আসামিদের।
/এ এস
Leave a reply